আল-কাফিরুন (অবিশ্বাসী)
বল, ‘হে কাফিররা,
তোমরা যার ইবাদাত কর আমি তার ইবাদাত করি না।
এবং আমি যার ইবাদাত করি তোমরা তার ইবাদাতকারী নও।
আর তোমরা যার ইবাদত করছ আমি তার ইবাদাতকারী হব না।
আর আমি যার ইবাদাত করি তোমরা তার ইবাদাতকারী হবে না।
তোমাদের জন্য তোমাদের দীন আর আমার জন্য আমার দীন।’