আল-কাওসার (প্রচুর পরিমাণে) নিশ্চয় আমি তোমাকে আল-কাউসার দান করেছি। অতএব তোমার রবের উদ্দেশ্যেই নামাজ পড় এবং কুরবানী কর। নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারীই নির্বংশ।