আল-লাইল (রাত)
কসম রাতের, যখন তা ঢেকে দেয়।
কসম দিনের, যখন তা আলোকিত হয়।
কসম তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন।
নিশ্চয় তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকারের।
সুতরাং যে দান করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে,
আর উত্তমকে সত্য বলে বিশ্বাস করেছে,
আমি তার জন্য সহজ পথে চলা সুগম করে দেব।
আর যে কার্পণ্য করেছে এবং নিজকে স্বয়ংসম্পূর্ণ মনে করেছে,
আর উত্তমকে মিথ্যা বলে মনে করেছে,
আমি তার জন্য কঠিন পথে চলা সুগম করে দেব।
আর তার সম্পদ তার কোন কাজে আসবে না, যখন সে অধঃপতিত হবে।
নিশ্চয় পথ প্রদর্শন করাই আমার দায়িত্ব।
আর অবশ্যই আমার অধিকারে পরকাল ও ইহকাল।
অতএব আমি তোমাদের সতর্ক করে দিয়েছি লেলিহান আগুন সম্পর্কে,
তাতে নিতান্ত হতভাগা ছাড়া কেউ প্রবেশ করবে না;
যে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে।
আর তা থেকে দূরে রাখা হবে পরম মুত্তাকীকে।
যে তার সম্পদ দান করে আত্ম-শুদ্ধির উদ্দেশ্যে,
আর তার প্রতি কারো এমন কোন অনুগ্রহ নেই, যার প্রতিদান দিতে হবে।
কেবল তার মহান রবের সন্তুষ্টির প্রত্যাশায়।
আর অচিরেই সে সন্তোষ লাভ করবে।