আল-ক্বদর (সন্মানিত রাত)
নিশ্চয়ই আমি এটি নাযিল করেছি ‘লাইলাতুল ক্বাদরে।’
তোমাকে কিসে জানাবে ‘লাইলাতুল ক্বাদর’ কী?
‘লাইলাতুল কদর’ হাজার মাস অপেক্ষা উত্তম।
সে রাতে ফেরেশতারা ও রূহ [জিবরাইল] তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে।
শান্তিময় সেই রাত, ফজরের সূচনা পর্যন্ত।