আল্লাহর জিকির ও দোয়া
আল্লাহর জিকির
সুবহানাল্লাহ
سُبْحَانَ ٱللَّهِ
অর্থ: মহত্ব আল্লাহর জন্য।
আলহামদুলিল্লাহ
ٱلْحَمْدُ لِلَّهِ
অর্থ: প্রশংসা আল্লাহর জন্য।
লা ইলাহা ইল্লাল্লহ
لَا إِلَٰهَ إِلَّا ٱللَّهُ
অর্থ: আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই।
আল্লাহু আকবার
ٱللَّهُ أَكْبَرُ
অর্থ: আল্লাহ সর্বশ্রেষ্ঠ।
সুবহানাল্লহি ওয়াবিহামদিহী সুবহানাল্লহিল আজিম
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ
অর্থ: মহত্ব আল্লাহর জন্য এবং সকল প্রশংসা তারই, মহিমা মহান আল্লাহর।
দোয়া
ক্ষমা চাওয়ার দোয়া।
হে আমাদের রব, আমরা নিজেদের উপর যুলম করেছি। আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।
কোনো কাজ শুরু করার আগের দোয়া।
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে।
কোনো কিছু খাওয়ার আগের দোয়া।
আল্লাহর নামে এবং আল্লাহর নেয়ামতের উপর।
খাওয়ার আগে দোয়া পড়তে ভুলে গেলে।
আল্লাহর নামে, শুরু ও শেষ।
কোনো কিছু খাওয়ার পরের দোয়া।
সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের খাদ্য ও পানীয় দিয়েছেন এবং আমাদেরকে মুসলিম করেছেন।
টয়লেটে প্রবেশের আগের দোয়া।
হে আল্লাহ, আমি নর ও নারী শয়তান থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।
টয়লেট থেকে বের হওয়ার পরের দোয়া।
হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমার থেকে অস্বস্তি দূর করেছেন এবং আমাকে স্বস্তি দিয়েছেন।
স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ সম্পর্ক করার আগের দোয়া।
আল্লাহর নামে। হে আল্লাহ, শয়তানকে আমাদের থেকে দূরে রাখুন এবং শয়তানকে দূরে রাখুন যা আপনি আমাদেরকে দান করেছেন তা থেকে।
ঘুমানোর আগের দোয়া।
হে আল্লাহ, আপনার নামেই আমি মৃত হই এবং জীবিত হই।
ঘুম থেকে উঠার পরের দোয়া।
সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের জীবন দেন আমাদের মৃত্যু দেয়ার পরে এবং তার কাছেই প্রত্যাবর্তন।
ঘর থেকে বের হওয়ার আগের দোয়া।
আল্লাহর নামে। আমি আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহ ছাড়া কোন শক্তি বা ক্ষমতা নেই।
ঘরে প্রবেশের আগের দোয়া।
আল্লাহর নামে আমরা প্রবেশ করি, আল্লাহর নামে আমরা বের হই এবং আমাদের প্রভুর উপর নির্ভর করি। [অতঃপর উপস্থিতদেরকে আস-সালামু আলাইকুম বলুন]
যানবাহনে উঠার সময় দোয়া।
আল্লাহর নামে এবং সকল প্রশংসা আল্লাহর জন্য। তিনি কত নিখুঁত, যিনি এই (পরিবহন) আমাদের সেবায় রেখেছেন এবং আমরা নিজেরা এটি করতে সক্ষম হতাম না এবং আমাদের প্রভুর কাছেই আমাদের শেষ গন্তব্য।
আযানের পরের দোয়া।
হে আল্লাহ! এই নিখুঁত আহবানের এবং যে নামাজ প্রতিষ্ঠিত হতে চলেছে তার প্রভু। মুহাম্মাদকে সুপারিশ ও সুনামের অধিকার দিন এবং তাকে জান্নাতের সর্বোত্তম এবং সর্বোচ্চ স্থানে পুনরুত্থিত করুন যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন।
ওযু করার আগের দোয়া।
আল্লাহর নামে।
অযু করার সময় দোয়া।
হে আল্লাহ, আমার গুনাহ মাফ করুন এবং আমাকে আমার ঘরে প্রাচুর্য দান করুন এবং আমার জীবিকার ক্ষেত্রে বরকত দিন।
অযু করার শেষে দোয়া।
আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই, তিনি এক ও অংশীদারহীন; এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ তার বান্দা ও রাসূল।
মসজিদে প্রবেশের আগের দোয়া।
হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন।
মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া।
হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি।
কোনো ক্ষয়-ক্ষতি হলে বা কেউ মারা গেলে দোয়া।
নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার কাছেই আমরা ফিরে যাবো।
বৃষ্টি পড়ার সময়ে দোয়া।
হে আল্লাহ, আমাদের উপর উপকারী বৃষ্টি বর্ষণ করুন।
আয়না দেখার দোয়া।
হে আল্লাহ আপনি যেমন আমার বাহ্যিক বৈশিষ্ট্যকে সুন্দর করেছেন, আমার চরিত্রকেও সুন্দর করে দিন।
উপরে উঠার সময় দোয়া।
আল্লাহ সর্বশ্রেষ্ঠ।
নীচে নামার সময় দোয়া।
মহত্ব আল্লাহর জন্য।
সমতল ভূমিতে চলার সময় দোয়া।
আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই।
যেকোন বিপদ ও কষ্ট থেকে রক্ষার দোয়া।
আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক।
রোগ থেকে মুক্তি লাভের দোয়া।
নিশ্চই, প্রতিকূলতা আমাকে স্পর্শ করেছে, এবং আপনি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু।
ঋণ থেকে মুক্তির লাভের দোয়া।
হে আল্লাহ! আমাকে এতটুকু পরিমাণ হালাল রিজিক দান করুন যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম টাকার কোনো প্রয়োজন হবে না। আর আপনি ব্যতীত সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন।
সন্তান লাভের দোয়া।
হে আমার পালনকর্তা, আমাকে সৎকর্মশীলদের মধ্য থেকে একটি সন্তান দান করুন।
কোন কষ্ট বা অসুস্থতায় নিপতিত ব্যক্তিকে দেখলে দোয়া।
সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আপনাকে যা দিয়ে পরীক্ষা করেছেন তা থেকে আমাকে রক্ষা করেছেন এবং তার অনেক সৃষ্টির উপর আমাকে সম্মানিত করেছেন।
দুঃখ বা বিষণ্ণ হলে দোয়া।
আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, তিনি সর্বশক্তিমান, সহনশীল। আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, যিনি পরাক্রমশালী আরশের অধিপতি। আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, তিনি আসমানসমূহের প্রভু, পৃথিবীর প্রভু এবং মহান আরশের প্রভু।